|
---|
নিজস্ব সংবাদদাতা, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর* মঙ্গলবার দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গড়বেতার স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মির উদ্যোগে সমাজসেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন সংস্থার পক্ষ থেকে গড়বেতা গ্রামীণ হাসপাতালেরলে রোগীদের ও অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে ফল বিতরণ করা হয়।পরে গড়বেতার বড়মুড়া অঞ্চলের অর্জুনবেরিয়ার গ্রামের ২৬ বছর বয়সী এক্সিডেন্টাল প্যারালাইস রোগী পূর্ণ সরদারকে একটি হুইল চেয়ার প্রদান করা হয় ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা হাসপাতালের বি এম ও এইচ সঞ্চিতা কর্মকার, বিশিষ্ট সমাজসেবী দিল খান , বিশিষ্ট সমাজসেবী নতুন ঘোষ, গড়বেতা হাইস্কুলের শিক্ষক সুব্রত নিয়োগী , চিত্রশিল্পী অনির্বাণ পাল প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে শেখর, সুশান্ত , ডিম্পি, সব্যসাচী , সুব্রত, প্রভাত, শিল্পা, অনুপ, সঞ্জয় প্রমুখ উপস্থিত থেকে গোটা কর্মসূচিটি সুচারু ভাবে সম্পন্ন করে ।