|
---|
শিলিগুড়ি: মাস্কবিহীনদের গলায় পড়ান হল গাঁদা ফুলের মালা। লাগাতার প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার বার্তা তুলে ধরার পরেও এখনও অসচেতন ক্রেতা ও বিক্রেতারা। এমনিই অসচেতন মানুষদের জব্দ করতে পথে নামল তরুণ সমাজ।
শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ-তরুণীরা বিধান মার্কেট সহ শহরের বিভিন্ন জায়গায় মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের ফুলের মালা ও মাস্ক দিয়ে সংক্রমণকালে মাস্ক ব্যবহার করে নিজে ও অন্যকে সুরক্ষিত রাখার বার্তা তুলে ধরেন।
তবে বৃহষ্পতিবার অভিনব এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানালেও অনেক মাস্ক বিহীন মানুষেরা এতে লজ্জিত বোধ করেন।