গ্রামীণ ব্যাঙ্কের ডিপোজিট সংগ্রাহকদের কনভেনশন

নতুন গতি, মালদাঃ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এমঃ ইউনিয়নের মিনি ডিপোজিট কালেক্টরদের কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার মালদহ রিজিওনাল অফিসের নিচে। দিল্লী ট্রাইব্যুনালের রায় ব্যাঙ্কে কার্যকরী করার দাবিতেই মুখ্যত এই কনভেনশন অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। এদিনের সভায় মূল বক্তা ছিলেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ধীশঙ্কর পাল। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের এজেন্টদের নির্দিষ্ট বিধি অনুযায়ী কমিশন ও ভাতা প্রদান সহ অন্যান্য পেশাগত বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হয় এদিনের কনভেনশনে। এজেন্টদের বক্তব্য, এই বিষয়ে দিল্লী হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কেও ওই নির্দেশিকা অবিলম্বে লাগু হওয়া উচিৎ বলে অভিমত তাঁদের। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এজেন্টরা এদিনের কনভেনশনে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।