|
---|
শিলিগুড়ি: নিজেই আজ অনেকদুর গিয়ে প্রচার সারলেন।এবং জানিয়ে দিলেন যে তিনি জীতেই এগোতে চান।আজ গৌতম দেব শিলিগুড়ির 33নং ওয়ার্ডে সহকর্মীদের নিয়ে প্রচার করলেন।এদিন তার সাথে প্রচারে আসেন প্রচুর মহিলা তৃণমূল কর্মী।তবে কোভিড প্রটোকল মেনে নিয়েই বেশী লোককে নিয়ে প্রচারে যেতে চান নি।গৌতম দেবের আজকের প্রচারে ছিলো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের ভীড়।অবশ্য গৌতম দেব প্রতিটি বাড়িতে তিনজনের বেশী মানুষেকে নিয়ে যেতে আগ্রহী ছিলেন না।ওই ওয়ার্ডের বাসিন্দারা গৌতম দেবকে ভীতরে গিয়ে বসতে অনুরোধ করলেও কোভিড পরিস্থিতির কারনে গৌতম দেব কোন বাড়িতেই ঢোকেন নি।
তিনি পরে জানান আমার প্রায় শেষ এই ওয়ার্ডে ঘোরা আমি বেশ কম সময়ের মধ্যে এই ওয়ার্ড ঘুরে ফেললাম।এখন আমি কাল থেকে দ্বিতীয়বার চেষ্টা করবো এই বাসিন্দাদের সাথে পরিচিতি লাভ করবার।আমার বিশ্বাস এই ওয়ার্ড আমাকে রেকর্ড সংখ্যায় ভোটে জয়ী করাবে।তবে এদিন গৌতম দেবকে পেয়ে খুশি ওয়ার্ডের বাসিন্দারাও তারা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে পেয়ে নিজেদের সমস্যার কথা জানান,ওদিকে গৌতম দেবও সব সমাধানের কথা বলেন।