|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার, ডিওয়াইএফআইয়ের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের সাফল্য নিয়ে এক প্রদর্শনীতে উপস্থিত হন সিপিএম নেতা গৌতম দেব। আর এতেই শুরু হয়েছে জল্পনা। এদিন মঞ্চ থেকে দারিদ্রতা ও কর্মসংস্থানের দুরবস্থা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোলা হয়েছে আওয়াজ।
উল্লেখ্য, ২৭ বছর পর কলকাতায় হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। বৃহস্পতিবার প্রকাশ্য সমাবেশের পর শুক্রবার থেকে সল্টলেকের ইজেডসিসি-তে সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করবেন দক্ষিণী সংবাদমাধ্যম এশিয়ানেটের প্রতিষ্ঠাতা সম্পাদক পি শশীকুমার। বক্তব্য রাখেন মহিলা নেত্রী মারিয়াম ধাবালে, কৃষক সংগঠনের তরফে হান্নান মোল্লা, সিটুর তপন সেন, এসএফআইয়ের ময়ূখ বিশ্বাস প্রমুখ।