|
---|
নকশালবাড়ি: নকশালবাড়ির কোটিয়াজোত গ্রামের বাসিন্দা নিতাই তাম্বুলী ও তার পরিবারের সকলের অসুস্থতার খবর পেয়ে আজ তাদের সাথে দেখা করলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দেব এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ।তাদের জানানো হয় ডাক্তার বাবুরা প্রাথমিক ভাবে নির্ণয় করেছেন যে এটা বংশগত এবং জিনগত রোগ। নিতাই বাবুর চার মেয়ে এই রোগে ভুগছেন বলে জানালেন নিতাইবাবু নিজেই।আজ জেলা শাসকের সাথে বিস্তারিত কথা বললেন গৌতম দেব । তিনি আরো জানালেনআজকে বি ডি ও সাহেব তাদের সাথে এসেছেন। এছারাব্লক প্রশাসন তাদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী দিয়েছেন বলে জানালেন তিনি।তিনি এও জানালেন আমি ব্যক্তিগতভাবে সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সমর্থন দিয়ে গেলাম ।এছারা ট্রেনের টিকিট করে দিয়ে কোলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা এবং থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিলাম আমরা।
গৌতম দেব আরো জানালেন পরিবারটি খাবার না পেয়ে পুষ্টির অভাবে নানান রোগে ভুগছে।আমি শুনেছি ওদের মুখ দিয়ে রক্তও বের হয়েছে খাবার না পেয়ে।আমি কিছু খাবার এবং আর্থিক সাহায্য করে গেলাম। আমি যতটুকু পারি যেভাবেই হোক এদের পাশে থাকবো।আপাতত ওরা কলকাতাতে গিয়ে চিকিৎসা করুক।তারপরেরটা আমি দেখছি।