|
---|
দার্জিলিং: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনাপ্রধান সিডিএস বিপিন রাওয়াত এর সঙ্গে দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা সৎপাল রাই । তার মৃত্যুর খবর জেলায় পৌঁছাতেই শোকাহত পরিবারের পাশাপাশি সম্পূর্ণ জেলাবাসী ।
পরিবারের প্রতি সমবেদনা জানাতে মুখ্যমন্ত্রীর আদেশে বৃহষ্পতিবার নিহত সৎপাল রাই এর বাড়ি গেলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ।গৌতম দেব এদিন জানান মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন । তার পরিবারের পাশে রয়েছে সরকার ।আমরা যেকোন প্রয়োজনে তার পরিবারের পাশে আছি।আমি জানি এই ক্ষতি কোনভাবেই পুরন করা সম্ভব নয়,তবুও মুখ্যমন্ত্রী,আমি এবং আমাদের দল সবসময় তার পরিবারের পাশে থাকবো।এদিন গৌতম দেবের সাথে সৎপাল রাইএর বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির অন্যান্য তৃণমূলের অন্যান্য আডমিনিষ্ট্রেটারেরা।এদিন তৃণমূলের প্রতিনিধিরা সৎপাল রাই এর স্ত্রীর সাথে দেখা করে তাকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেবার কথা বলেন।গৌতম দেব জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আজ এসেছিলাম এবং দেখা করে গেলাম।এবং ভবিষ্যতে পাশে থাকবার কথাও জানিয়ে গেলাম।আমি আবার আসবো যদি কোন সমস্যা থাকে তা ঠিক করবার দায়িত্ব নিয়ে গেলাম।