শিলিগুড়িতে মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব

নিজস্ব প্রতিবেদন:- শিলিগুড়িতে মেয়র পদে শপথ নিলেন গৌতম দেব।শপথ নিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলারেরা।আজ সকালে তৃণমূলের সাইত্রিশ জন কাউন্সিলার ছাড়াও অন্যান্য দলের কাউন্সিলার উপস্থিত ছিলেন।প্রথমে শপথ নিয়ে গৌতম দেব জানান আমাদের বহুদিনের ইচ্ছে এবং আকাঙ্ক্ষা ছিলো শিলিগুড়ির জন্য কিছু করে দেবার।কিন্তুু আমাদের সেই আশা পূর্ন হচ্ছিল না কোনভাবেই।এবারে শিলিগুড়ি পুরনিগমের মানুষ আমাদের সূযোগ করে দিয়েছেন মানুষের জন্য কিছু কাজ করবার জন্য।এবারে আমাদের একটাই লক্ষ থাকবে শিলিগুড়ির জন্য কিছু করবার।আমরা আশা করছি আগামী পাচ বছরে শিলিগুড়িতে উন্নয়নের জোয়ার আনতে পারবে তৃণমূল,মুখ্যমন্ত্রী আমাকে মেয়র করে আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমি তা যথাযথভাবেই পালন করতে চেষ্টা করবো।মেয়রের সাথে শপথ নিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী,তিনি জানান মানুষ আমাকে বিশ্বাস করে এই পদটি উপহার দিয়েছেন আমি সেই জায়গা বজায় রাখতে চেষ্টা করবো।এদিন শপথ নিলেন কংগ্রেস,সিপি এম এবং বিজেপীর কাউন্সিলারেরাও।এদিন শপথ নিয়ে মনমরা হয়ে বসেছিলেন শিলিগুড়ির এগারো নং ওয়ার্ডের কাউন্সিলার মঞ্জুশ্রী পাল,তিনি জানালেন প্রতিবার দুজনে একসাথে শপথ নিই এবারে ও নেই খুব খারাপ লাগছে,তবে আমাকে বলেছে মন খারাপ না করে লড়াই করে মানুষের জন্য কাজ করে যেতে।এদিন শপথ নিয়ে সূজয় ঘটক জানান আমি একা এখানে আবার আমাকে লড়াই শুরু করতে হবে।এদিন শপথ নিলেন শিলিগুড়িতে দ্বিতীয় বারের জন্য একমাত্র মহিলা কাউন্সিলার শ্রাবনী দতও।তিনি জানালেন আজ থেকেই লড়াই কাজ শুরু আমার,আমাকে আমার ওয়ার্ডের মানুষ ভালবেসে ভোট দিয়েছেন আমাকে তার মর্যাদা রাখতে হবে।এর মর্যাদা আমাকে রাখতেই হবে।