|
---|
নিজস্ব সংবাদদাতা: এদিন অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পর্যালোচনা বৈঠক করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। স্বাস্থ্যপরিসেবা আরো কিভাবে উন্নত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা। গৌতম দেব ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মকাণ্ড নিয়ে সরব হন। অস্ত্রোপচারের যন্ত্রপাতি সঠিকভাবে পাওয়া যায় না, এছাড়া প্রয়োজনীয় ওষুধ মিলছে না। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রোগী ও তার আত্মীয়-স্বজনদের। ন্যায্য মূল্যের ওষুধের দোকান সঠিকভাবে না চালালে মুখ্যমন্ত্রীর নির্দেশমতো লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানান তিনি।