|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় বন্ধন ব্যাংকের এজেন্ট গ্রাম থেকে টাকা কালেকশন করে ব্যাংকের উদ্দেশ্যে ফিরছিলেন, এমনই সময় হঠাৎ করে ২ দুষ্কৃতী মোটর বাইক নিয়ে ওই বন্ধন ব্যাংকের এজেন্টকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকাপয়সা লুট করার চেষ্টা করে। ঘটনাটি ঘটে গাজোল ব্লকের সালুকা ডোবা শ্মশান সংলগ্ন এলাকায়। ঘটনা দেখে স্থানীয় বাসিন্দার ঘটনাস্থলে পৌঁছায়।তারা ওই দুই দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে গাজোল থানা পুলিশ দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে। গাজলের দেওতলা অঞ্চলের কুলিক পুকুর এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, মিলন মন্ডল (২৩) এবং নুরসেদ আলী (২৪)। ধৃতদের বাড়ি চাঁচল এবং বামনগোলা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।