জিডি চ্যারিটেবল সোসাইটির স্কলারশিপ বিতরণ

নিজস্ব সংবাদদাতা : সংখ্যালঘু সম্প্রদায়ের তথা পিছিয়ে পড়া ছেলে মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থ বাধা হয়ে না দাঁড়ায় সেই উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি ও সমাজদরদী জনাব মোস্তাক হোসেন সাহেব তার পিতা মাতার নমাঙ্কিত জি ডি স্কলারশিপ প্রদান করে থাকেন। গত শনিবার ও রবিবার পার্ক সার্কাস সোহরাওয়ার্দী এভিনিউয়ের জি ডি একাডেমী ক্যাম্পাস থেকে ৬৬৬ ছেলেমেয়েদের হাতে স্কলারশিপ তুলে দেয়া হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য কমিশনের সেক্রেটারি আরশাদ হাসান ওয়ার্সি, আইএএস ।এছাড়াও উপস্থিত ছিলেন পতাকা শিল্প গোষ্ঠীর আধিকারিক সহিদুল ইসলাম খান, সৈয়দ নাসির উদ্দিন , আবদার রহমান, সাগির হাসান সহ বিশিষ্টজনরা। পতাকা শিল্প গোষ্ঠীর আধিকারিক সহীদুল ইসলাম খান বলেন রাজ্যের বিভিন্ন জেলায় সংখ্যালঘু তথা পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য জাতি ধর্ম নির্বিশেষে এই স্কলারশিপ প্রদান করা হয় । তার একটা অঙ্গ হিসাবে কলকাতায় জি ডি স্টাডি সেন্টার থেকে মেডিকেল, ইন্জিনিয়ারিং , নার্সিং সহ বিভিন্ন বিভাগে পাঠরত ছাত্র-ছাত্রীদেরকে স্কলারশিপ দেওয়া হয়। পড়াশোনার জন্য আর্থিক বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য জিডি স্কলারশিপ চালু হওয়ার ফলে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীরা মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আজকে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে।‌