জিডি হাসপিটাল ডায়াবেটিক ইনস্টিটিউট এবং বেস আন নুর মডেল স্কুল এর উদ্যোগে “হাঁটো বাংলা হাঁটো” পদযাত্রা অনুষ্ঠিত হয়।

নাজমুস সাহাদাত, নতুন গতি : বর্তমান বিশ্বে ডায়াবেটিস রোগ বিভন্ন সমস্যা সৃস্টি করছে মানবজীবনে। প্রায় বিশ্বের সমগ্র অধিবাসীকে গ্রাস করেছে ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস রোগ থেকে নিরাময় ও প্রতিহত করার অন্যতম মাধ্যম ব্যায়াম ও শরীর চর্চা। এই শরীর চর্চার অঙ্গ হিসাবে ”হাঁটো বাংলা হাঁটো” কর্মসূচীর চালু করেছেন জিডি হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস ইন্সটিটিউট। গত দুই বছর ধরে নভেম্বর মাস জুড়ে ডায়াবেটিস সচেতনা কর্মসূচী করে আসছেন জিডি হাসপাতাল। কলকাতার পর উত্তরবঙ্গে ডায়াবেটিস সচেনতা শিবির ও “হাঁটো বাংলা হাঁটো” পদযাত্রা অনুষ্ঠিত হয়।

    “হাঁটো বাংলা হাঁটোর” কর্মসূচীর অঙ্গ হিসাবে আজ ২৪ নভেম্বর উত্তরবঙ্গের  নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমী থেকে পদযাত্রা শুরু হয় এবং বুনিয়াদপুর ফুটবল মাঠে এক জনসভা করে হাঁটো বাংলা হাঁটো শেষ করেন। উক্ত “হাঁটো বাংলা হাঁটো”পদযাত্রায় উপস্থিত ছিলেন পতাকা গ্রুপ এর প্রতিনিধি মোতাহার হোসেন সাহেব এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাঞ্জন রয় গঙ্গারামপুরের এস ডি ও, জয়ন্ত কুন্ডু বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি এর ভাইস চেয়ারম্যান, উপস্থিত ছিলেন মিশনের সেক্রেটারী খাদেমুল ইসলাম,  অখিল চন্দ্র বর্মন বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আব্দুএর রাজ্জাক প্রমুখ। পতাকা শিল্প গোষ্ঠীর সদস্য মোতাহার হোসেন, তিনি বলেন হাঁটার কোন বিকল্প নেই সুস্থ থাকতে গেলে দৈনিক হাঁটাই একমাত্র আরোগ্য লাভের উত্তম পন্থা। তিনি জানান আগামীকাল মুর্শিদাবাদ জেলার আওরঙ্গাবাদে “হাঁটো বাংলা হাঁটো” কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় চলতে থাকবে শেষে তিনি সকলকে সুস্থ থাকার ও ডায়াবেটিস দূর করার জন্য দৈনিক হাঁটার পরামর্শ দিয়ে তার বক্তব্য শেষ করেন। এই “হাঁটো বাংলা হাঁটো” পদযাত্রায় কয়েক হাজার  সাধারণ মানুষেরা পায়ে পা মেলায়। বেস আন – নূর মডেল মিশনের ছাত্র – ছাত্রীরাও  পদযাত্রাতে অংশগ্রহন করেন।