এনটিপিসি ফারাক্কায় শেষ জেম ২০২৫

    এনটিপিসি ফারাক্কায় শেষ জেম ২০২৫

    মো: নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: শনিবার, ২১শে জুন, একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে জেম ২০২৫ সমাপ্ত করে এনটিপিসি ফারাক্কা। এর পরের দিন, অর্থাৎ রবিবার, ২২শে জুন, নিবন্ধন বাতিলের পাশাপাশি ফেয়ারওয়েল অনুষ্ঠান হয় অংশগ্রহণকারীদের।

    ক্লোজিং সেরেমনি হয় আরএলআই, পিটিএসে এবং সেখানে উপস্থিত ছিলেন এনটিপিসি ফারাক্কার নির্বাহী পরিচালক শ্রী অজয় ​​সিংহল এবং উদিতা লেডিস ক্লাবের সভাপতি শ্রীমতী সীমা সিংহল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ছিল প্রদীপ প্রজ্জ্বলন, এনটিপিসি গীত সহ একাধিক সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ আকর্ষণ ছিল জেম ২০২৫ শর্ট ফিল্ম। এদিন নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

    প্রধান অতিথি, তথা নির্বাহী পরিচালক (ফারাক্কা), নিজের ভাষণে জেম মেয়েদের প্রশংসা করেন এবং পরে, ১১৬ জন অংশগ্রহণকারীকে সার্টিফিকেট বিতরণ করেন। অন্তিম দিন জেম মেয়েদের আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বাতিল করা হয় এবং তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় একটি গ্রুপ ছবি, উপহার এবং মিষ্টি।