|
---|
শুভদীপ পতি; হলদিয়া: আজ পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালী বাজার সংলগ্ন এলাকায় রোড শো সহ জনসংযোগ বাড়ালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর। প্রতিদিনের মত আজকের মিছিলেও ছিল নতুন চমক। যথারীতি মিছিলে হাঁটা কর্মী সমর্থকদের মুখে ছিল নরেন্দ্র মোদীর মুখোশ এবং সারা গায়ে ছিল তেরঙ্গা রঙ-এর মাঝে আঁকা পদ্মফুল। উল্লেখযোগ্যভাবে, বিজেপি কর্মীদের হাতে পদ্ম ফুল নিয়েও চলে আজকে বিজেপির ভোট প্রচার অভিযান লক্ষ্য করা গিয়েছে।