৪-২ গোলে পর্তুগালকে হারাল জার্মানি।

নতুন গতি ওয়েব ডেস্কঃ ইউরোর গ্রুপ-এফ-এর লড়াই জমিয়ে পর্তুগালকে হারিয়ে জার্মানি ইউরোর পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো।এই গ্রুপে ফ্রান্সের চার পয়েন্ট। জার্মানি এবং পর্তুগালের ৩ পয়েন্ট করে।গোলশোধের পর জার্মানি আরও তেতে উঠেছে। তাদের আক্রমণে পর্তুগালের রক্ষণ কার্যত কাঁপছে। বল ক্লিয়ার করার বদলে উল্টে আত্মঘাতী গোল করে বসে পর্তুগাল। রাফায়েল গুয়েরেইরোর গায়ে লেগে বল ঢুকে যায় জালে।কাউন্টার অ্যাটাকে উঠে অসাধারণ গোল রোনাল্ডোর। দিয়োগো জটা নিখুঁত পাস বাড়ান রোনাল্ডোকে। রোনাল্ডো একেবারে নিজের পজিশনে দাঁড়িয়েছিলেন। বলটা পেয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি সিআর সেভেন। পর্তুগালের জার্সিতে তাঁর ১০৭টি গোল হয়ে গেল। আলি দাইয়ের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন রোনাল্ডো। আলি দাই জাতীয় দলের জার্সিতে মোট ১০৯টি গোল করেছেন। ইরানের স্ট্রাইকারকে স্পর্শ করতে রোনাল্ডোর দরকার আরও দু’গোল। এই গোলের সঙ্গে তিনি জার্মানির মিরোসালভ ক্লোজেকে স্পর্শ করলেন। বিশ্বকাপ এবং ইউরো কাপ মিলিয়ে রোনাল্ডো ১৯ গোল করে ফেললেন। ক্লোজে ছাড়া এই রেকর্ড আর ইউরোপের কোনও প্লেয়ারের নেই। গার্ড মুলারের ১৮টি গোল রয়েছে। পর্তুগালের দুর্বল রক্ষণ। জার্মানির আক্রমণে যেন একেবারে কোণঠাঁসা হয়ে পড়েছে তারা। কাই হ্যাভার্জের গোলে ব্যাবধান বাড়াল জার্মানি।জটার গোলে ব্যবধান কমাল পর্তুগাল। গোলটির পিছনে আসল ভূমিকা রয়েছে রোনাল্ডোরই। জালে ঢোকাচ্ছিলেন রোলাল্ডোই। পা ছুঁয়ে নিশ্চিত করেন জোটা।