|
---|
নিজস্ব সংবাদদাতা,ঘাটাল: কয়েকদিন হল ঘাটালে জলমগ্ন এলাকা থেকে জল নেমেছে সাথে সাথে জলবাহী রোগ সহ জ্বর-জ্বালা বেড়েছে৷ এই অতিমারীর মধ্যেই বানবাসি জন-সাধারনের জীবন যন্ত্রনা কল্পনাতীত৷ ঘাটালের বন্যা বিধস্ত অসহায় সহ-নাগরিকদের পাশে দাড়াঁনোর লক্ষ্যে রেড ভলান্টিয়ার সিপিআইএম খড়গপুর শহর দক্ষিণের পক্ষ থেকে বৃহস্পতিবার ঘাটাল পৌরসভার ৭ নং ওয়ার্ডে ও ঘাটাল অজম নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২টি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়৷
শিবির দুটিতে উপস্থিত ছিলেন ডাঃ অমিত কুমার নন্দী( জেনারেল ফিজিসিয়ান) ডাঃ দ্বিপায়ন বিশাল ( জেনারেল ফিজিসিয়ান ) ও ডাঃ শিবনাথ ঘোষ(জেনারেল ফিজিসিয়ান) ও ডাঃ রতন পঞ্চাধ্যায়ী ( জেনারেল ফিজিসিয়ান ) ,১৭ জন রেড ভলান্টিয়ার এবং ঘাটালের নেতৃত্ব উপস্থিত ছিলেন৷সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ০২টি স্বাস্থ্য ক্যাম্পে চার-শতাধিক সহনাগরিকের ব্লাড প্রেশার, সুগার, অক্সিজেন স্যাচুরেশন, বিএমআই, রেসপিরেশন রেট সহ জেনারেল স্বাস্থ্য ও শিশুদের পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়৷