ঘিদাহ নব উদয় সঙ্ঘ ২৫তম বর্ষ পূর্তি ও নবী দিবস উদযাপন

আয়ুব আলি,উওর২৪পরগনা : ‌উওর ২৪ পরগনার ঘিদাহ নব উদয় সঙ্ঘের ২৫তম বর্ষ পূর্তি, পবিত্র বিশ্ব নবী দিবস উদযাপন রক্তদান কর্মসূচি পালন হল। এই উপলক্ষে ২৭শে সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস ও রক্তদান কর্মসূচি র জন্য বিশাল মোটরসাইকেল প্রচার অভিযান হয়,২৮শে সেপ্টেম্বর পবিত্র বিশ্ব নবী দিবস ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, ১৫৮ বার রক্তদাতা রক্তদান আন্দোলনের প্রানপুরুষ পরেশনাথ সরকার, বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উওম দাস অন্যান্য বিশিষ্ট বর্গ। রক্তদানে বিপুল সাড়া পড়ে,এছাড়াও গজল প্রতিযোগিতায় অংশগ্রহনকারি প্রতিযোগিদের পুরস্কার বিতরণ হয় নবী দিবস উপলক্ষে বিশাল শান্তি মিছিল পরিক্রমা হয় ক্লাব প্রাঙ্গণ থেকে বারাকপুর বারাসাত রোড় এ কল্যানী হাইওয়ে ওয়ারলেস মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পথ।