ঘিদাহ নব উদয় সঙ্ঘের উদ্যোগে বিশ্ব নবী দিবস পালন

আয়ুব আলি উত্তর ২৪ পরগনা : নবীকে ভালবেসে এস করি রক্তদান এই কথাকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার ঘিদাহ নব উদয় সঙ্ঘ তাদের ২৬ তম বর্ষ রক্তদান পর্ব টি প্রতি বছরের মতো এবারও তাঁরা বিশ্ব শান্তি র দূত বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা:) কে স্মরনে গত ১৫ ই সেপ্টেম্বর বিশাল মোটর গাড়ি শোভাযাত্রা বিস্তীর্ণ এলাকায় পরিভ্রমণ করে। এবং ১৬ই সেপ্টেম্বর মহা সাড়ম্বরে রক্তদান শিবির সংগঠিত হল। এই রক্তদান শিবিরে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তম দাস পৌরপিতা বারাকপুর পৌরসভা, রত্না দত্ত প্রধান শিক্ষিকা শিউলি গার্লস স্কুল,শেখ আবদুল সামাদ সমাজসেবী, শেখ মন্টু সমাজসেবী,অরুন ঘোষ প্রধান শিউলি গ্রাম পঞ্চায়েত, শেখ সফিকুল ইসলাম আইনজীবী,কাশেম মণ্ডল শিক্ষক,কাইয়ুম মণ্ডল চিকিৎসক, ক্লাবের সভাপতি নাজির মণ্ডল ও সম্পাদক নিয়াজ হোসেন মল্লিক প্রমুখ দুই দিনের এই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। ১৮০ জনের রক্ত সংগ্রহ করে বি এন বোস হাসপাতাল ও বারাসাত হাসপাতাল।