ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করা হয়।

শেখ আব্দুল আজিম,উত্তর ২৪ পরগণা, বসিরহাট, ঘোড়ারাস কুলীন গ্রাম পঞ্চায়েত ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘোড়ারাস সালাফীয়া মাদ্রাসার উদ্যোগে এক র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার সকাল 9.30 মিনিট মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ র‌্যালি বের হয়ে টাকি রোড এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ি’ এ শ্লোগানকে ধারণ করে সচেতনামূলক বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মাদ্রাসার প্রায় তিনশতধিক ছাত্র ও শিক্ষমন্ডলী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

    ঘোড়ারাস সালাফীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শাইখ আবদুল হামিদ ফাইজী সাহেব বলেন, ‘দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলছে। সেই সাথে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু আমরা একবারও ভেবে দেখছি না সচেতনতার অভাবেই এমনটি হচ্ছে।’তাই অভিনব পদ্ধতিতে রাস্তায় মশারী টাঙিয়ে লোকদের নিজ নিজ বাড়িতে মাশারী টাঙানোর ব্যাপারে উদ্বুদ্ধ করেন।র‌্যালির পরে স্থানীয়দের মাঝে ও রাস্তার উপর দাড়িয়ে সমস্ত যানবাহন এ ডেঙ্গুর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ফাইজি – প্রধান শিক্ষক।মামুন সালাফী,মাসুদ রানা সালাফী, ইদ্রিস রাহমানী,আশরাফুল হক মিফতাহি,জুয়েল সালাফী,তরিকুল ইসলাম,হাফেজ সোহেল সহ সমস্ত শিক্ষক মন্ডলী,কমিটি ও গ্রামবাসী ।