|
---|
আজাহারউদ্দিন:হুগলি খানাকুল বিধানসভার দায়িত্ব পাপ্ত যুব নেতা মুন্সী নজিবুল করিমের নেতৃত্ব ঘোষপুর হাটতলা থেকে ময়াল পর্যন্ত নর আর সি প্রতি বাদে পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যুব নেতা নূরনবী মন্ডল, ইলিয়াস চৌধুরী, আজিজুল আলি মল্লিক, সহ পঞাযেত সমিতির নেতৃত্ব ও প্রধান তৃণমূল ও নেতৃত্ব কর্মীবৃনদঅনুষ্ঠিত হয়।