|
---|
নবাব মল্লিক,রায়দিঘী : দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর-২ নং ব্লকের দিঘীরপাড় উচ্চ মাধ্যমিক হাই স্কুলে হঠাৎ গন্ডগোল দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ডি এল এড পরীক্ষায় জন্য যারা এসেছে তাদের প্রেজেন্ট করার অজুহাতে স্কুলের প্রধান শিক্ষক প্রভাত মণ্ডল এবং অন্যান্য শিক্ষকরা তাদের কাছ থেকে টাকা দাবি করেন। তখনই শুরু হয়ে যায় সেখানে গন্ডগোল। স্থানীয়রা জানান তাদেরই হস্তক্ষেপে গন্ডগোল নিয়ন্ত্রণে আসে। কিন্তু প্রধান শিক্ষক সমস্ত কথা অস্বীকার করেন। তবে স্কুলের মধ্যে নির্মল পরিবেশের চিত্র দেখুন আমাদের ক্যামেরায়। স্কুলের চতুর্দিকে প্লাস্টিক, বিভিন্ন ধূমপানের সামগ্রী, ভাত, তরকারি থেকে শুরু করে প্রচুর আবর্জনা। এত আবর্জনার মধ্যে যে একটি স্কুল চলছে! ভাবা যায়না। এই পরিবেশ পরিস্থিতির কথা প্রধান শিক্ষক কে প্রশ্ন করায় তিনি নানা রকম অজুহাত দেখান। তাই নিয়েও এলাকায় অশান্তি রয়েছে। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় মানুষের টাকা তস্রুফ এর অভিযোগ রয়েছে। স্কুলের বিভিন্ন খাতের টাকা নয় ছয় করেন বলে অভিযোগ গ্রামের মানুষ তথা অভিভাবকদের।