মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমে বিধায়ক তৃণমুল প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা 

মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমে বিধায়ক তৃণমুল প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা

    বাইজিদ মন্ডল, মগরাহাট পশ্চিম: আজ মনোনয়পত্র জমা দিলেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে, ডায়মন্ড হারবার সাগরিকা হোটেল থেকে পথ যাত্রা শুরু হয়ে যেটি ঘাট পর্যন্ত এসে শেষ হয়। তারপর সেখান থেকে সোজা এসডিও অফিসে এসে মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহার হাতে নমিনেশন জমা দেন।  মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন মগরাহাট পশ্চিম ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা, দ: ২৪: জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা, দ:২৪ প: জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত সহ মগরাহাট পশ্চিম বিধানসভার সকল তৃণমুল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এসে সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা বলেন মগরাহাট পশ্চিমে খেলা হবে,কিন্তু আমার বিপক্ষে কোন প্রতিদ্বন্দ্বী হিসেবে সেরকম কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কাকে নিয়ে খেলবো।  এবং বিরোধী দলকে কটাক্ষ করে বলেন ভাইজান হোক বা বিজেপি এতে আমাদের কোনো মাথা ব্যাথা নেই,আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রক্ষার স্বার্থে আমরা এই বিধানসভা নির্বাচনে আগের নির্বাচনের তুলনায় আরও বেশি ভোটে জয়ী হয়ে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বারের জন্য ক্ষমতায় দেখতে চাই।