গিরি বালা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গোৎসব উপলক্ষে বস্তু বিতরণ!

নুরউদ্দিন :দক্ষিণ চব্বিশ পরগনা,প্রতিবছরের ন্যায় এ বছরও মথুরাপুর দু নম্বর ব্লকের গিরিবালা স্কুল প্রাঙ্গণে দুর্গোৎসবের আয়োজন করা হয়, সপ্তমীর দিনে দুর্গোৎসব মন্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো, ১১ তম বর্ষে পদার্পণ করেছে এই দুর্গা উৎসব, গ্রামের বাসিন্দারা মিলে প্রতিবছর এই উৎসব পালন করেন, এবছর দূর্গা পুজোর মণ্ডপে থিম পাহাড়ের গুহা এবং সুন্দরবনের ম্যানগ্রোভ,পাশাপাশি মহা সপ্তমীর দিনে উপস্থিত হয় বিশিষ্ট সমাজসেবী পীযুষ মন্ডল তিনি ১০০ টি দুস্থঃ পরিবারের হাতে একটি করে বস্ত তুলে দেন, পাশাপাশি আগামী দিনে গিরিবালা প্রাথমিক বিদ্যালয়ের দুর্গোৎসব কমিটির পাশে থাকবেন বলে জানান বিশিষ্ট সমাজসেবী পীযুষ মণ্ডল।বস্তবিতরনে দুস্থঃ পরিবারের হাতে গিরি বালা স্কুলের প্রধান শিক্ষক ও তিনি বস্ত তুলে দেন।সাথে সাথে মহা সপ্তমীর দিনে দুর্গোৎসব উপলক্ষে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়।