|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মন্দিরের সামনে প্রকাশ্য রাস্তাতেই খুন হল এক তরুণী। গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হল ওই তরুণীকে। শনিবার সন্ধেয় বিশাখাপত্তনমের সুন্দরায়া কলোনীতে সাঁইবাবার মন্দিরে পাশে এই নৃশংস খুনের ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বরলক্ষ্মী নামে ১৭ বছরের এক তরুণীর সঙ্গে অনিল নামের এক যুবকের প্রকাশ্য রাস্তায় ঝগড়া চলছিল।
বাকবিতণ্ডা চলাকালীনই যুবকটি পকেট থেকে একটি ধারাল ছুরি বার করে বরালক্ষ্মীর গলায় চালিয়ে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় বরালক্ষ্মীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমের প্রস্তাব প্রত্যাখানের কারণেই বরলক্ষ্মীকে খুন হতে হয়। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই সম্পূর্ণ ঘটনাটি পরিষ্কার হবে বলে জানায় পুলিশ। বরালক্ষ্মীর সঙ্গে অনিলের আগে থেকেই পরিচয় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।