|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
একদিকে যখন বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান ঠিক সেই সময় কন্যা সন্তান হওয়ার জন্য বধূর উপর অত্যাচার এবং পণের দাবি, তারপবরই শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত ওই গৃহবধূর নাম অনিমা মাঝি (২২) বাড়ি কালনা থানার উপলতি গ্রামে। অভিযোগ পেয়ে কানলা থানা পুলিশ অভিযুক্ত স্বামী প্রতাপ মাঝি ও তার মাকে আটক করে। মিতার বাবা এবং মায়ের অভিযোগ বিয়ের পর নানা সময় নানান কারণ দেখিয়ে টাকার দাবি করত তার স্বামী। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর অত্যাচার এবং টাকা পয়সা আনার জন্য চাপ আরো শুরু হয় ,তারপরই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়।