|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- লোকপুর থানার নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী অনিতা বাদ্যকর( ১৩) পথ দূর্ঘটনায় প্রান হারায় ।
ঘটনার বিবরণে প্রকাশ বুধবার দুপুরে নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয় থেকে ছুটির পর সাইকেল করে বাড়ি ফেরার পথে নাকড়াকোন্দা শিবমন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে।খবর পেয়ে স্থানীয় তৃনমূল নেতৃত্ব কাঞ্চন দে সহ অন্যান্য গ্রামবাসীরা ছুটে গিয়ে গুরুতর জখম অবস্থায় ছাত্রীটিকে স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পথ দূর্ঘটনায় ছাত্রীর মৃত্যু সংবাদ পেয়ে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, কাঞ্চন দে সহ তৃনমূল কংগ্রেসের নেতৃত্বগন ছুটে আসেন নাকড়াকোন্দা চিকিৎসা কেন্দ্রে।মৃত ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান সেই সাথে ছাত্রীর ময়না তদন্ত করাতে সিউড়ি নিয়ে যাওয়ার জন্য তৃনমূল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী পাঁচ হাজার টাকা তুলে দেন মৃতের পরিবারের হাতে।সপ্তম শ্রেনীর ছাত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।