|
---|
শিলিগুড়ি: উঠাও কিশোরীরা চাঞ্চল্য শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক কিশোরীরা চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরজুড়ে।বেশ কয়েকদিন আগে শিলিগুড়ির ভক্তিনগর থেকে উধাও হয়ে যায় দুজন কিশোরী।এর আগে এবং পরেও বেশ কয়েকজন কিশোরীর উধাও হয়ে যাবার খবর এসেছে শিলিগুড়ি পুলিশের কাছে।নিখোজ কিশোরীদের বয়স আঠেরো থেকে পচিশের মধ্যে।কেন এবং কিভাবে এই কিশোরীরা নিরুদেশ হয়ে যাচ্ছে সেটাই ভেবে পাচ্ছে না শিলিগুড়ির পুলিশ।এর পিছনে কে বা কারা জড়িত সেটার তদন্তে নেমেছে পুলিশ।এর পিছনে কোন কিডন্যাপিং না মহিলাঘটিত কোন ব্যাপার আছে সেটার তদন্ত করছে পুলিশ। পুলিশের সন্দেহ মেয়েদের চাকরীর প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করবার একটা চক্র কাজ করছে শিলিগুড়িতে।এই চক্রের হয়েও সেইসব ছেলেরাই কাজ করছে যাদের আয়ের কোন পথ নেই।কিংবা যারা চেষ্টা করেও উপার্জন করতে পারছেন না।যেহেতু তারা স্থানীয় যারা সবকিছু জানেন তাই তাদের ব্যাবহার করছেন এই চক্রের মুল পান্ডারা।তাদের দিয়েই মহিলাদের প্রলোভন দেখিয়ে এই কাজ করে যাচ্ছেন তারা।শিলিগুড়িতে যেহেতু বাইরের থেকে প্রচুর লোক আসেন পড়তে কিংবা চাকরির খোজে এটাই কাজে লাগিয়েছে ওই আন্তর্জাতিক পাচার চক্রটি।
এইসব ঘটনা ঘটছে মুলত শিলিগুড়ির ডাবগ্রাম, ভক্তিনগর এবং আশীঘর এলাকায়।আর যেসব কিশোরীদের নিখোজ হয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে তারা মুলত নিম্নবিত্য পরিবারের।পুলিশের সন্দেহ টাকার প্রলোভন কিংবা বাইরে চাকরী দেবার নাম করে এদের প্রথমে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।মেয়েরা রাজী হলে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে দেহ ব্যাবসাতে।