পূজা কমিটি গুলোকে টাকা না দিয়ে বন্যা দুর্গতদের দিলে ভালো হতো, বিরোধীদের এই মন্তব্য প্রসঙ্গে বিধায়ক কি বললেন রাজনগরে ?

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    পূজা কমিটি গুলোকে টাকা না দিয়ে বন্যা দুর্গতদের দিলে ভালো হতো, বিরোধীদের এই মন্তব্য প্রসঙ্গে বিধায়ক বিকাশ রায় চৌধুরী রাজনগরে  বললেন

    রাজনগর নজরুল মঞ্চে এলাকার দুর্গাপূজা কমিটি গুলোকে শনিবার সরকারি অনুদান প্রদান করা হল।
    রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও এলাকার দূর্গা পূজা কমিটিগুলোকে সরকারি অনুদান প্রদান করা হলো।
    বীরভূম জেলা পুলিশের সৌজন্যে রাজনগর থানা ও চন্দ্রপুর থানার অন্তর্গত প্রায় ৮০ টি দূর্গাপূজা কমিটিকে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হলো। প্রতিটি দুর্গাপূজা কমিটিকে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হল রাজনগর নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই বার্তাকে সামনে রেখে উপস্থিত দুর্গাপূজা কমিটির সমস্ত কর্ম-কর্তাদের দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানালেন বিধায়ক, DSP হেডকোয়ার্টার, বিডিও, পূর্ত-কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা। পাশাপাশি সরকারি যেসব নিয়ম-কানুন আছে সেগুলি যেন প্রত্যেক দুর্গাপূজার কমিটির তরফে সেগুলো পালন করা হয়, ডিজে বক্সের বিকট আওয়াজ বহু মানুষের সমস্যার সৃষ্টি করে। তাই ডিজে বক্স কেউ যেন ব্যবহার না করেন, সেই আবেদনও জানানো হয়।
    আজকের এই সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, DSP হেডকোয়ার্টার মহম্মদ তৌহিদ আনোয়ার, BDO শুভাশিস চক্রবর্তী, পূর্ত-কর্মাধক্ষ্য সুকুমার সাধু, রাজনগর থানার ওসি শামীম খান, চন্দ্রপুর থানার ওসি ঝুমুর সিনহা, BMOH ডক্টর তীর্থঙ্কর সিনহা সহ অন্যান্যরা।
    এদিন দুর্গাপূজা কমিটি গুলিকে সরকারি সাহায্য প্রদানের বিষয়ে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বললেন করোনা কালে রাজ্যে দুর্গাপূজা প্রায় বন্ধ হতে বসেছিল সেই সময়ও রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকেছেন। অন্যান্য বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী পূজা কমিটিগুলির পাশে দাঁড়িয়েছেন। সকলে ভালোভাবে এই দুর্গোৎসবটাকে যাতে ভালোভাবে উপভোগ করতে পারেন, সেই লক্ষ্মী তাদের সরকারি অনুদান প্রদান করা হলো।
    পূজা কমিটি গুলোকে টাকা না দিয়ে বন্যা দুর্গতদের দিলে ভালো হতো বিরোধীদের এই ধরনের মন্তব্য করা প্রসঙ্গে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বললেন,
    হাজার হাজার দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আজও প্রায় ২ হাজার দুর্গতদের সব ধরনের সাহায্য করা হয়েছে।
    ওসব বড় বড় কথা না বলে, আমাদের মত ময়দানে এসে দুর্গতদের পাশে দাঁড়ান।
    এদিনের অনুদান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকায় রক্তদান শিবির যাতে করা হয় সেই আবেদনও রাখলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু উপস্থিত সকলের কাছে সেই আবেদন রাখলেন। আগামী ২৯ শে সেপ্টেম্বর রবিবার এই রক্তদান শিবির আয়োজিত হবে বলে জানান তাঁরা।