বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজনগরে আদিবাসীদের বাদ্যযন্ত্র প্রদান

 

     

    খান, আরশাদ

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে রাজনগরে দিনটি পালিত হলো।

    এই উপলক্ষে শুক্রবার ৯ই আগস্ট রাজনগর নজরুল মঞ্চে সাঁওতাল বিদ্রোহের স্মারক মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এর পর রাজনগর ব্লক অফিসের রাজীব গান্ধী সেবা কেন্দ্রের সভাকক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হল। প্রদীপ প্রজ্জ্বলন, সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদান, আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। এদিন বিভিন্ন আদিবাসী নৃত্যগোষ্ঠীকে ধামসা, মাদল, বাঁশি প্রভৃতি আদিবাসী বাদ্যযন্ত্র প্রদান করা হলো।
    উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহ-সভাপতি, পরিমল সাহা, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যা চিত্রলেখা রায়, পঞ্চায়েত সদস্য সহদেব মার্ডি, সমাজসেবী বলদেব বাস্কি, বিপ্রনাথ মার্ডি, সমাজসেবী গাফফার খান, সেখ নাজু, সেখ কাবুল, শোভন আচার্য্য, লাভস লিমিটেডের ম্যানেজার বনমালী ঘোষ সহ বহু বিশিষ্টজনেরা।