গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী প্রমোদ সাওয়ান্ত

মিজানুল কবির, নতুন গতি ডিজিটাল ডেস্ক: গোয়া রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী প্রমোদ সাওয়ান্ত। বিগত দিনগুলিতে তিনি গোয়া বিধানসভার স্পীকার হিসেবে কাজ করে এসেছেন।প্রসঙ্গত উল্লেখ্য যে রাজকীয় সম্মানের সহিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সৎকার পালনও আজ করা হয়েছে। বিকেল থেকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা প্রায় শুরু হয়ে গিয়েছিল।

    ডক্টর প্রমোদ সাওয়ান্ত ১৯৭৩ সালের ২৪ই এপ্রিল জন্মগ্রহণ করেন। পিতার নাম হল পান্ডুরাং সাওয়ান্ত, মাতা পদ্মিনী সাওয়ান্ত।
    তিনি আয়ুর্বেদ শাস্ত্রে স্নাতক হয়েছিলেন গঙ্গা এডুকেশন সোসাইটির কোলাহপুর স্থিত আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ থেকে। পরবর্তীতে সোশাল ওয়ারক বিষয়ে স্নাতকোত্তর পাশ করেন তিনি বলে জানা গেছে।

    স্ত্রী সুলাক্ষনা রসায়নের শিক্ষিকা হিসেবে বিছোলিমের শ্রী শান্তাদুরগা উচ্চ্যমাধ্যমিক বিদ্যালয়ে পড়ান। বিজেপির গোয়া রাজ্যের মহিলা মোর্চার সভাপতিত্বের দায়িত্বও সামলান তিনি।এহেনো অবস্থায় প্রমোদ সাওয়ান্ত গোয়া রাজ্যেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটার দিকে পথচেয়ে তাকিয়ে গোয়া তথা সমগ্র দেশবাসী।