পাখির চোখ বিধানসভা, চাঁচোল ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের জনসভায় রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী

নতুন গতি ওয়েব ডেস্ক: চাচোল ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মালতিপুর বিধানসভার অন্তর্গত ধানগারা গোল্ডেন হাইস্কুল মাঠে তৃণমূলের জনসভা জনসভায় হাজির রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী। এদিন গোলাম রব্বানীর সভায় চাঁচল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গোলাম রব্বানী বক্তব্য রাখতে উঠে তিনি তার বক্তব্যে বিজেপিকে বাংলা ছাড়া করার নির্দেশ দেন। বিজেপি দেশের সাম্প্রদায়িক বীজ বপন করছে।

    বিজেপি সরকার বারবার ইলেকশন ঘোষণার দিন কে নিজের উদ্দেশ্যে পিছিয়ে দিচ্ছে।বিজেপির সরকার দিনের-পর-দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবংরান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলেছে। সিবিআই কে নিজের উদ্দেশ্যে ব্যবহার করে দলের নেতাকর্মীদের আতঙ্কিত করতে চাইছে। বিধানসভা ভোটে খেলা হবে। আর এই খেলা মানুষ খেলবে। সম্পূর্ণ দেশজ ভাষায় তিনি বক্তব্য দিয়ে কর্মী-সমর্থকদের মন জয় করে নেন।

    স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী জনকল্যাণমূলক প্রকল্পের কথা তিনি তুলে ধরেন। মমতা ব্যানার্জির উদ্যোগে এই জনকল্যাণমূলক সুবিধাগুলো মানুষ টানা দশ বছর ধরে পাচ্ছে। মন্ত্রী গোলাম রব্বানী ছাড়া এদিনকার সভায় উপস্থিত ছিলেন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংসদ ও জেলা সভানেত্রী মৌসম নুর ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কো-অর্ডিনেটর আব্দুর রহিম।চাচল ২নং ব্লক সভাপতি হাবিবুর রহমান ও জেলা ও ব্লক ও অঞ্চল নেতৃত্ব