গোবরডাঙ্গা নাবিক নাট্যম-এর ৪৭ বছরে পদার্পণ

সুবিদ আলি মোল্লা,উত্তর চব্বিশ পরগনা : উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যম-এর ৪৭ বছরে এ পদার্পণ অনুষ্ঠান। ১৯৭৭ সালের ১লা মে প্রতিষ্ঠিত গোবরডাঙার এই ঐতিহ্যবাহী নাট্যদলটি গত ৪৬ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে নাট্যচর্চা করে আসছে । এদিন সন্ধ্যায় পবিত্র মুখোপাধ্যায়, ধীরাজ হাওলাদার, নীরেশ ভৌমিক, পাঁচুগোপাল হাজরা, সোমনাথ রাহা, প্রদীপ সাহা, অনিল কুমার মুখার্জি প্রভৃতি বিশিষ্টজনের উজ্জ্বল উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় সংস্কৃতিক অনুষ্ঠান। একে একে মঞ্চস্থ হয় টাকি আমরা অমলকান্তি এর নাটক “জনরব”, গোবরডাঙ্গা চিরন্তন এর নাটক “রামায়ণ চর্চা”, চাঁদপাড়া অ্যাক্টোর নাটক “ঝাঁসি” এবং নাটক পাঠ, নৃত্যাল্পনার নৃত্য, মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নৃত্য, সৌরজ্যোতি অধিকারীর গান। এরই সঙ্গে ছিল আরো অনেক শিল্পীদের সংগীত, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবন অধিকারী।