গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের সহযোগিতায় কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গোদাপিয়াশাল হাইস্কুলের মুক্তমঞ্চে। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী কাজল পান্ডে, প্লাটিনাম জুবিলী কমিটি সভাপতি অচিন্ত্য পন্ডা, প্রাক্তন শিক্ষক অজিত বটব্যাল, প্রদীপ নন্দী, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র,বাচিক শিল্পী শুভদীপ বসু,কবি তামস চক্রবর্তী, পরিচালন সমিতির সভাপতি তরুণ সাউ,সদস্য ভাস্কর চক্রবর্তী, শিক্ষক নরসিংহ দাস, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,কবি রীতা বেরা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পার্থসারথি মন্ডল,শ্যামসুন্দর সরকার,বিনীতা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন বিদ্যালয়ের শুভানুধ্যায়ী কাজল পান্ডের আর্থিক সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।

    মূর্তি উন্মোচন করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল। পাশাপাশি এদিন বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের স্বীকৃতি স্বরূপ কতকগুলি ফলক উন্মোচন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অতিথি শিল্পীরা আবৃত্তি,নৃত্য সঙ্গীত, বাউল গান,কীর্তন সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। আমন্ত্রিত শিল্পী হিসেবে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন শেষাদ্রী ডান্স একাডেমির শিক্ষার্থীরা। ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের প্রাঙ্গণে পড়ে থাকা রাধাচূড়া ফুল দিয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতি এঁকে ফেলেন চিত্রশিল্পী নরসিংহ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভদীপ বসু। বিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানটিকে পরিচালনা করেন শিক্ষক সুকুমার দাস, শিক্ষক মণিকাঞ্চন রায়, শিক্ষক শিবপ্রসাদ কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি বিদ্যালয কর্তৃপক্ষসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।