|
---|
নিজস্ব সংবাদদাতা:বিহারে পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে ৭০০ গ্রাম ওজনের সোনার বিস্কুট মিলছে যার বাজার মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা।গ্রেপ্তার করা যুবককে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
ঘটনা সূত্রে খবর পাওয়া গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার শিলিগুড়ি কুচবিহার গামী একটি সরকারি বাস এ তল্লাশি চালায় কাস্টমস বিভাগ। তল্লাশি চালানোর সময় এক যুবকের ব্যাগ তল্লাশি করার পর সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যুবককে জিজ্ঞাসাবাদ করার পর জানা গিয়েছে ওই যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বিহারে আসে । ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।