সুমিত আন্টিল ও অবনী লেখারার হাত দিয়ে ফের সোনা ভারতের টোকিও প্যারালিম্পিক্সে

নতুন গতি নিউজ ডেস্ক: টোকিও প্যারালিম্পিক্সে ফের সোনা জিতল ভারত। টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ের এফ-৬৪ ইভেন্টে ইতিহাস গড়লেন ভারতের সুমিত আন্টিল। ৬৮.৫৫ মিটারের দূরত্বে জ্যাভলিন থ্রো করে সোনা জিতলেন সুমিত। এই নিয়ে টোকিও প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের। সোমবার সকালে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতেছেন তিনি। টোকিও প্যারালিম্পিক্সে ভারত এখনও পর্যন্ত প্রায় ৭ টি পদক জিতেছে, যার মধ্যে ২ টি স্বর্ণপদক।

    সুমিত আন্টিল তাঁর প্রথম প্রচেষ্টায় ৬৬.৯৫ মিটার দূরত্ব অতিক্রম করেন এবং পঞ্চম প্রচেষ্টায় তিনি ৬৮.৫৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম স্থান অর্জন করেন। সুমিত দ্বিতীয় প্রচেষ্টায় ৬৮.০৮, তৃতীয়তে ৬৫.২৭, চতুর্থতে ৬৬.৭১ মিটার দূরে জ্যাভলিন থ্রো করেন। তবে তাঁর ষষ্ঠ এবং ফাইনাল থ্রো ফাউল হয়। টোকিও প্যারালিম্পিক্সে ভারত আজ পঞ্চম পদক জিতল। এরআগে অবনী, দেবেন্দ্র ঝাঝারিয়া, সুন্দর সিং গুর্জার এবং যোগেশ কাঠুনিয়াও সোমবার দেশের হয়ে পদক জিতেছেন। এবছর প্যারালিম্পিক্সে ভারত এখনও পর্যন্ত সাতটি পদক তথা দুটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে।