নদীয়ার চাপড়ায় স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি ছিনতাই। লক্ষাধিক টাকার সোনার গহনা ছিনতাই

মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া:  রাস্তার উপর গাড়ি আটকে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি। অপহরণ করে নিয়ে যায় গাড়ি চালককে। ছিনতাই করা হয় কয়েক লক্ষ টাকার সোনা। সূত্র মারফত জানা যায়, এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকার গহনা ছিনতাই করে দুষ্কৃতীরা। ঘটনাটি নদীয়ার চাপড়া থানার নয়মাইল এলাকায়। ঘটনার সময় ৫জন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে তাদের গাড়ি টি থামায় এবং গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।তার পর গাড়ির চালককে ছিনতাইকারীরা অপহরণ করে নিয়ে যায় বলে জানা যায়। ওই ব্যবসায়ীর গাড়িতে ছিল প্রচুর পরিমাণে সোনা।রাজু কুমার ঘোষ নামে নৈহাটী এলাকায় বাড়ী ওই স্বর্ণ ব্যাবসায়ী নদীয়ার ক‌রিমপুর থে‌কে ব্যবসায়িক কাজ সেরে বাড়ী ফেরার প‌থে চাপড়া বাজা‌রে এক স্বর্ণ ব্যবসা‌য়ির সা‌থে দেখা ও করেন।তারপর নৈহা‌টির উদ্দেশ্যে রওনা দেন।তখনই নদীয়ার চাপড়া থানার নয়মাই‌লে দুষ্কৃতীরা তার গাড়ি আটকায় এবং তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ।ওই গাড়িতে থাকা আনুমা‌নিক এক‌ কে‌জি ছয়‌শো গ্রাম সোনার গহনা ছিল ওই সোনা লুট এর উদ্দেশ্যেই প্রায় আট থে‌কে পাঁচ জন ছিনতাইকারী ব্যবসায়ীর গা‌ড়ি আট‌কে গা‌ড়ি লক্ষ্য ক‌রে প্রায় ছয় সাত রাউণ্ড গুলি চা‌লি‌য়ে গা‌ড়ি থে‌কে সোনার অলঙ্কার সহ গা‌ড়ির ড্রাইভার কে নি‌য়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদ‌ন্তে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ।উদ্ধার হয়েছে সোনার গহনা।ঘটনাস্থলে আসেন নদীয়া জেলা পু‌লিশ উচ্চপদস্থ আধিকারিকরা।বাকি দুষ্কৃতীদের সন্ধান চলছে।