|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো বুধবার। লোকশিল্পী বাদ্যযন্ত্র যেমন ঢাক ও ব্যাণ্ড এর মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী। সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাগু প্রদান, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ রফিকুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনসূয়া ঘোষ, করুই গ্ৰাম পঞ্চায়েত প্রধান মমতা মালিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার চন্দ্র, বিশিষ্ট সমাজ-সেবক পিন্টু মণ্ডল সহ প্রমুখ। সুবর্ণ জয়ন্তী উৎসবে মঞ্চে থেকে রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী মেঝিয়ারী চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ে মুকুর বই এর আনুষ্ঠানিক প্রকাশ করেন। মেঝিয়ারী চঞ্চললা বালিকা বিদ্যালয়ে একটি বিঞ্জান বিভাগের একটি স্টলের ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী। নাচ, গান, নাটক, লোকসংগীতে জমে উঠেছে সুবর্ণ জয়ন্তী উৎসব। বিদ্যালয়ের ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠান দেখার জন্যে ভীড় জমায়। সুবর্ণ জয়ন্তী উৎসব চলবে তিনদিন ধরে।