|
---|
আজিজুর রহমান : গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শিক্ষক সুন্দর পাশোয়ান কে সংবর্ধনা জানালেন এলাকার পারাজ ও পুরসা গ্রামের তৃণমূল কর্মীরা। শনিবার বিকালে নাগাদ নব নির্বাচিত গলসি ১ নং ব্লক তৃণমূলের সভাপতি সুন্দর পাশোয়ানকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেন পুরসা গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানে হাজির হন এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী। দলীয় কর্মীরা তাকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরন করে নেন। এর পাশাপাশি শুক্রবার বিকালে পারাজে একই কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দায়িত্ব পেয়ে বেশি বেশি মানুষের কাজ করার কথা জানিয়েছেন নব নির্বাচিত ব্লক তৃণমূলের সহসভাপতি সুন্দর পাশোয়ান।