গলসি বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম

আজিজুর রহমান,গলসি : সিপিআইএম গলসি ২ এরিয়া ব্লক কমিটির উদ্দ্যোগে গলসি ২ ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হল। ব্লকের দলীয় কার্যলয় থেকে একটি মিছিল গলসি বাজার পরিক্রমা করে ব্লকের বিডিও অফিসে হাজির হয়। দলীয় কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঁঙে বিডিও অফিসে ঢোকার আগেই পুলিশ তাদের পথ আটকে দেয়। এরপর সাতজন প্রতিনিধি বিডিও অফিসে গিয়ে ডেপুটেশনে জমা দেন। ততক্ষণ অফিসের বাইরে মাইক হাতে বক্তব্য রাখেন সিপিআইএম এর জেলা সম্পাদক সৈয়দ হোসেন, প্রাক্তন সাংসদ সাইদুল হক, কৃষক সভার ব্লক কমিটির সম্পাদক সাইফুল হক ও শিক্ষক নেতা শিশির কেশ। তাদের মূল দাবী যে সমস্ত গরীর মানুষের আবাস যোজনার সরকারি ঘর দিতে হবে। তাছাড়াও অবিলম্বে এমজিএনআরজিএস এর কাজ চালু করতে হবে। আবাস প্লাস যোজনার কোন মানুষের নাম না আসায় মতামতের জন্য বিডিও অফিসের সামনে একপ্রকার অনড় দলীয় কর্মীরা। অবশেষে জয়েন্ট বিডিও মিলন দিক্ষিত নিজে জনতার সামনে এসে আবাস যোজনা কারও নাম না আসার বিষয়টি পরিস্কার করে বুঝিয়ে বলেন। উত্তরে বলেন, কেন্দ্রীয় সরকারের পোটাল থেকে আবাস প্লাস এর তথ্য মুছে গেছে। তাই সার্ভে করে বাড়ি দেওয়ার কোন উপায় নেই। ওই তথ্য আসলে এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলে তদন্ত করে বাড়ি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।