গলসির গলিগ্রামে দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে শিয়াল, উদ্ধার করলো বনদপ্তর

আজিজুর রহমান,গলসি : দিনের বেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে শিয়াল। গতকাল থেকে রাতের শিকারীকে দিনে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত ছিলেন গ্রামের মানুষ। ধীর গতিতে চলাফেরা করায় শিয়ালটি অসুস্থ বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। অবশেষে অসুস্থ শিয়ালটিকে উদ্ধার করেছে বন দপ্তর। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে বনদপ্তর সুত্রে। এদিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখে গ্রামবাসীরা শিয়ালটিকে একটি নির্মিয়মান ঘরে আটক করে রাখেন। তারাই সকালে খবর দেন বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসি ১ নং পঞ্চায়েত সমিতির বন ও ভুমির কর্মাধাক্ষ্য বিমল বাউরী, বনদপ্তরের কসবা শাখার বিট অফিসার নবকুমার ঘোষ ও তার টিম। তাদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয় অসুস্থ শিয়ালটি। অবশেষে বনদপ্তরের গাড়ি করে শিয়ালটিকে নিয়ে যাওয়া হয় বর্ধমানের জিওলজিক্যাল পার্কে। সেখানেই চিকিৎসা ব্যাবস্থা করা হবে বলে জানা গেছে। গ্রামবাসী অসিম চক্রবর্তী জানান, কাল সকাল থেকে গ্রামে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল শিয়ালটি। মাঝে মাঝে রাস্তায় পথচারীদের দিকে দাঁত খেঁচিয়ে তেড়ে আসছিল। যে কোন সময় কাউকে কামড়ে দিতে পারে এমনই ভয় করছিলেন তারা। তাই তারা শিয়ালটিকে আটকে রেখে খবর দেন বনদপ্তরে। বনদপ্তর শিয়ালটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ায়  এখন তারা বেশ স্বস্তি অনুভব করছেন। এমন কাজে বনদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামের মানুষ।