গলসির উচ্চগ্রামে তৃণমূল তৃণমূলের কর্মীসভা

আজিজুর রহমান, গলসি : নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রাপ্তির দাবিতে কেন্দ্রের সরকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৬ জুন গলসির বোলপুর মোড় থেকে পারাজ হাটতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন তারই প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হল উচ্চগ্রামে। অঞ্চলের কর্মীদের নিয়ে ওই কর্মীসভা করে গলসি ১নং ব্লক তৃনমুল ছাত্র পরিষদ ও SC ও  OBC সেল। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন, ব্লক তৃণমূল নেতা মোঃ জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য  প্রশান্ত লাহা, উচ্চগ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরী, অঞ্চল নেতা সরোজ চক্রবর্তী সহ অঞ্চলের নেতা ও কর্মীরা। এর পাশাপাশি গত কাল অর্থাৎ মঙ্গলবার এলাকার পারাজ অঞ্চলে ওই কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিতি ছিলেন ব্লক নেতা মোঃ জাকির হোসেন, গলসি ১নং ব্লক তৃণমুল ছাত্র পরিষদ সভাপতি তাপস সোম, গলসি ১নং ব্লক SC ও OBC এর সভাপতি স্বপন কুমার বাউরী, গলসি ১নং ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি কালিপদ দে সহ এলাকার নেতা কর্মীরা। তৃণমূল নেতা জাকির হোসেন বলেন, গরীব মানু‌ষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করে দিয়ছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই প্রতিবাদ জানাতে আগামী ৬ জুন এলাকার চারটি অঞ্চলের কর্মীদের নিয়ে বোলপুর মোড় থেকে পারাজ হাটতলা পর্যন্ত তারা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। সেই মিছিল সফল করার জন্যই ওই কর্মীসভা করা হচ্ছে।