|
---|
আজিজুর রহমান (মাখন) গলসি : দলের নির্দেশে একশো দিনের কাজের বকেয়া টাকা ও রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্য, জেলা তথা ব্লকের সব জায়গায় মিছিল সংগঠিত হচ্ছে। তবে পূর্ব বর্ধমান জেলার সবচাইতে বড় মিছিল সংগঠিত হল গলসি ১ নং ব্লকের পারাজ অঞ্চলে। যার নেতৃত্ব ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃনমুলের সহ সভাপতি তথা গলসি ১ নং ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি মহঃ জাকির হোসেন। এদিন তার নেতৃত্বে গলসি ১নং ব্লক তৃনমুল ছাত্র পরিষদ ও এসসি ও ওবিসি সেলের ডাকে ওই মিছিলটি সংগঠিত হয়। মিছিলটি বোলপুর মোড় থেকে শুরু হয়ে পারাজ হাটতলায় শেষ হয়। সেখানেই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই কর্মসুচিতে গলসি ব্লকের উচ্চগ্রাম, পারাজ, পোতনা পুরসা ও লোয়া রামগোপালপুর এই চারটি অঞ্চলের চোদ্দো পনেরো হাজার মানুষ পথে নেমে প্রতিবাদ জানান। উপস্থিত ছিলেন, গলসি বিধায়ক নেপাল ঘরুই, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ব্লক তৃনমুল ছাত্র পরিষদ সভাপতি তাপস সোম, ব্লক তৃনমুল এসসি ও ওবিসি সেলের সভাপতি স্বপন কুমার বাউরী, সহ অঞ্চলে নেতা ও কর্মীরা। বিধায়ক নেপাল ঘোরুই বলেন, তিনি যখন ২০২১ সালে বিধানসভা নির্বাচনে গলসির প্রার্থী হয়েছিলেন তখন সর্বপ্রথম তিনি জাকির হোসেনের কাছে এসেছিলেন। জাকির হোসেনের নেতৃত্বে ও সকলকের মিলিত প্রচেষ্টায় তিনি বিধানসভা জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তখন থেকেই তিনি জাকির হোসেনকে গলসি এলাকার অভিভাবক বলে মনে করেন। তার দাবী, জাকির হোসেনের ডাকে কার্যতঃ জনসমুদ্র তৈরী হয়েছে গলসির পারাজ। তৃণমূল নেতা জাকির হোসেন বলেন, চারটি অঞ্চলের তৃণমূল কর্মীদের নিয়ে এই মিছিল করেছেন। পরে দল অনুমিত দিলে নয়টি অঞ্চলের কমপক্ষে চল্লিশের হাজার মানুষকে নিয়ে তারা পথে নামবেন। তার দাবী প্রয়োজন সেদিন হলে তারা জাতীয় সড়কে নেমে প্রতিবাদ জানাবেন।