|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল প্রতিযোগিতা খেলার আজ তৃতীয় দিন। গত ইংরেজী ৫ ই নভেম্বর পুরসা ডিভিসি সংলগ্ন খেলার মাঠে ওই খেলার সুচনা হয়। মরহুম হাজী আজাহার আলি মন্ডল ও মরহুম ওসমানী গোনির স্মৃতি উদ্দ্যেশে ওই ট্রফি টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে এলাকার ষোলটি দল অংশগ্রহণ করে। তৃতীয় দিনের খেলায় আজ বর্ধমান লোকো কোচিং ও কালনা আরিয়ান একাদশ মুখোমুখি হয়। শুরু থেকেই দুটি দল ভালো খেলা উপহার দেয় দর্শকদের। খেলার প্রথম অর্ধে কোন গোল হয়নি। তবে দ্বিতীয় অর্ধের ১৪ মিনিটে কালনা আরিয়ান একাদশের খেলোয়াড় বিশ হেমরম, ২৫ মিনিটে জন সোরেন ও ২৭ মিনিটে অমল মুর্মু এই তিনজন তিনটি গোল করেন। এদিকে খেলার ২১ ও ২৯ মিনিটে দুটি গোল পরিশোধ করেন বর্ধমান লোকোর খেলোয়াড় সুরজিৎ রায়। ফলে কালনা ৩-২ গোলে জয়লাভ করে। খেলায় ম্যান অফদা ম্যাচ হন কালনা একাদশের জন সোরেন। এদিন খেলার মাঠে উপস্থিতি ছিলেন, গলসি ১ নং ব্লক বিএলএফ হায়দার আলি মন্ডল, ক্রিড়া প্রশিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, তেঁতুলতুড়ি তরুন সংঘের সম্পাদক সাইফুল হক সহ অনেকে।