গলসির পুরসাতে ফুলবল খেলায় উপচে পরা ভিড়

আজিজুর রহমান, নতুন গতি, গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় ৩০ তম নকআউট ফুটবল প্রতিযোগিতার চতুর্থ দিলেন খেলা অনুষ্ঠিত হল রবিবার। জাতীয় সঙ্গীত বাজিয়ে খেলার সুচনা করেন ক্লাবের সদস্যরা। প্রতিদিনের মতো এদিনও অগনিত ফুটবল প্রেমী মানুষ ভিড় জমান পুরসা ডিভিসি ক্যানেল সংলগ্ন মাঠে। উপস্থিত ছিলেন, উচ্চগ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরী, গলসি ১ নং ব্লকের সংখ্যালঘু দপ্তরের বিএলএফ হায়দার আলি মন্ডল, এলাকার বিশিষ্ট সমাজসেবী আসরাফুল হক মন্ডল সহ অনেকে। ক্লাব সম্পাদক সেখ ফিরোজ আহম্মেদ জানান, তাদের ক্লাবের উদ্দ্যোগে জয়নাল মন্ডল স্মৃতি ট্রফি শুরু হয়েছে ১৭ই নভেম্বর। তাদের খেলায় মোট ১৬ টি টিম অংশগ্রহণ করেছে। আজ চতুর্থ দিনের খেলায় উচ্চগ্রাম মিলন সংঘ ও রাজবাঁধ সন্যাসীতলা ইয়াং স্টার ক্লাব মুখমুখি হয়। খেলায় উচ্চগ্রাম মিলন সংঘ ৭-১ গোলে জয়লাভ করেন। এদিনের খেলায় ম্যান অফদা ম্যাচ হন উচ্চগ্রাম মিলন সংঘের খেলোয়াড় সন্দীপ সোরেন। গতকাল একই সময়ে পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ক্লাবের পক্ষ থেকে।