গলসিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করলো তৃণমূল কংগ্রেস

আজিজুর রহমান, গলসি : রক্তদান মানেই জীবন দান। আর লকডাউন শুরু থেকে এই কাজ করে আসছেন গলসির তৃণমূল কর্মীরা। কখন কোন মনীষির জন্মদিনকে সামনে রেখে কখনও জাতীয় কোন দিবসের মর্যদা দিতে। সেই রকমই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। কসবা রাধারানী হাই স্কুলে শিবিরটি অনুষ্টিত হয়। গলসি ১নং ব্লক তৃণমুল ছাত্র পরিষদের উদ্যোগে ও গলসী ১নং ব্লক  তৃণমুল কংগ্রেস এসসি এবং ওবিসি সেলের সহযোগিতায় ওই শিবিরটি করা হয় বলে জানা গেছে। যেখান ৫০ জন তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দাতাদের উৎসাহিত করে শিবিরে আসেন,গলসী বিধানসভা বিধায়ক নেপাল ঘরুই, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সংখ্যাল সেলের সভাপতি মোঃ আসরাফ উদ্দিন, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন, রাজ্য তৃণমুল কংগ্রেস SC সেল এর কমিটির সদস্য সুন্দর লাল পাসোয়ান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, গলসী ১নং ব্লক তৃণমূল যুব সভাপতি পারর্থ সারথী মন্ডল, ব্লক ছাত্র পরিষদ সভাপতি তাপস সোম, লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলী সরেন সহ বহু তৃণমূল কর্মী সমর্থক। তৃণমূল নেতা জাকির হোসেন জানিয়েছেন, কোবিড এর কারনে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট চলছে। মমুর্ষ রোগীরা সমস্যায় পরছে। সেইজন্য তাদের দল নেত্রী মমতা ব্যানার্জ্জী নিত্যদিন মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। তাই তারা এই দিনের রক্তদান শিবিরটি করেছেন। তাছাড়া আজকে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। এই দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের কাছে স্বামী বিবেকানন্দের আদর্শেকে তুলে ধরতেই এমন কাজ করেছেন তারা।