গলসী থানায় স্মারকলিপি প্রদান করলো জাতীয় কংগ্রেস

আজিজুর রহমান, গলসী : শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচির আওতায় গলসী থানায় স্মারকলিপি প্রদান করল ভারতীয় জাতীয় কংগ্রেস। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের মতো অপরাধমূলক কার্যকলাপের প্রতিবাদ জানাতে কংগ্রেস দল এই পদক্ষেপ গ্রহণ করে। গলসী ১ ও ২ নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।এদিন বেলা এগারোটার দিকে কংগ্রেস কর্মীরা গলসী থানার সামনে জড়ো হন এবং সেখানে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, যার মধ্যে ধর্ষণ ও খুনের ঘটনাগুলোও উল্লেখযোগ্য। দলীয় নেতারা বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং রাজ্য সরকারের অব্যবস্থাপনার প্রতি ক্ষোভ প্রকাশ করতেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন।

    এরপর তারা থানায় প্রবেশ করে থানার ওসির হাতে স্মারকলিপি জমা দেন। উপস্থিত ছিলেন গলসী ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি সেখ নবিরুল হক, গলসী ২ নং ব্লক কংগ্রেসের সভাপতি অসীম দত্ত, গলসী বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আকিব জাভেদ মন্ডল সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।

    স্মারকলিপি জমা দেওয়ার পর কংগ্রেস নেতারা জানান, গলসী থানার ওসি তাদের অভিযোগগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। গলসী ১ নং ব্লক কংগ্রেস সভাপতি নবিরুল হক বলেন, এই কর্মসূচি কেবলমাত্র গলসীতে সীমাবদ্ধ নয়, সারা রাজ্য জুড়ে কংগ্রেস এই ধরনের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে।