|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির ভূঁড়ি গ্রামে ফুটবলের ফাইনালে জয়ী হল ইউনাইটেড স্পোর্টিং গলসি। ভূঁড়ি অগ্রগামী নেতাজী সংঘ ও ভূঁড়ি বাজার কমিটির উদ্দ্যোগে ওই খেলার আয়োজন। স্বর্গীয় হারাধন ঘোষর স্মৃতিতে গত ৭ ই জানুয়ারি ওই খেলার শুভ সুচনা করা হয়। যেখানে এলাকার আটটি দল অংশ গ্রহন করে। এদিন ফাইনালে ইউনাইটেড স্পোর্টিং গলসি ও সুলুম গড়িয়া জেএস ডাব্লিউ ক্লাব মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে ২০ মিনিটে ইউনাইটেড স্পোটিং ক্লাবের খেলোয়াড় সত্য মুর্মু একটি গোল করেন। দ্বিতীয় অর্ধে ৭, ১২ ও ২২ মিনিটে ইউনাইটেড স্পোর্টিং এর খেলোয়াড় সুব্রত কিস্কু একাই তিনটি গোল করেন। ২৬ মিনিটে শিবচরন মারান্ডি একটি গোল পরিশোধ করে সুলুমগড়িয়ার খেলোয়াড় । খেলায় গলসি ইউনাইটেড ৪-১ গোলে জয়লাভ করে। পরপর তিনটি গোল করে ম্যাচের সেরা হন গলসি ইউনাইটেডের খেলোয়াড় সুব্রত কিস্কু । তাছাড়াও টুর্নামেন্টের সেরা হন গলসির ইউনাইটেড এর খেলোয়াড় সেখ নাসিরুদ্দিন। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন, ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবোধ ঘোষ, গলসি থানার মেজ বাবু রতন দাস, গলসি ২ বিডিও সঞ্জীব সেন, ভূঁড়ি দ্বিজপদ জ্ঞানময়ী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম ঘোষ, স্কুলের সভাপতি সমীর ঘোষ, বিশিষ্ট সমাজ সেবী শৈলেন হালদার। এদিনের খেলায় বিজয়ী দলকে নগদ ১২০০০ টাকা ও বিজয়ী ট্রফি এবং বিজীত দলকে ৮০০০ টাকা ও বিজীত ট্রফি প্রদান করা হয়। নগদ অর্থ প্রদান করেন ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবোধ ঘোষ।