গলসির মথুরাপুরে এলাকার পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, গলসি : পূর্ব বর্ধমানের গলসির মথুরাপুর গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল মথুরাপুর বাণী সংঘ। সরস্বতী পুজো উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও ওই অনুষ্ঠানের আয়োজন করেন ক্লাবের কর্মকর্তারা। যেখানে এলাকার ত্রিশ পঁয়ত্রিশ জন স্কুল পড়ুয়ারা নাচ, গান, কবিতা আবৃত্তি করে। তাছাড়াও দুতিনটি নাটক মঞ্চস্থ করে এলাকার পড়ুয়া ও গ্রামের মানুষরা। পুজোর কটা দিন এলাকার মানুষদের আনন্দ দিতেই ওই আয়োজন। এছাড়াও ওই অনুষ্ঠানে এলাকার বেশকিছু কৃতী ছাত্র ও বিনা বেতন শিক্ষাদান করা শিক্ষিকাদের পুরস্কৃত করে ডিডএন বাংলা নিউজ চ্যানেল। তাছাড়াও এদিনের মঞ্চে আসা সকল প্রতিযোগীর হাতে একটি করে পেন তুলে দেয় তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের ও শিক্ষার সাথে যুক্ত মানুষদের উৎসাহ দিতে ডিডিএন বাংলার ওই প্রয়াস। এদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বর্ধমান হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক তথা ক্রিড়া প্রশিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ, পুবের কলম পত্রিকার জেলা সাংবাদিক সফিকুল ইসলাম, চিত্র সাংবাদিক আজিজুর রহমান, এলাকার বিশিষ্ঠ সমাজসেবী নিখিল রায়, সাংবাদিক সেখ আজহার উদ্দিন, সুশান্ত বিশ্বাস সহ ক্লাবের কর্মকর্তারা। মথুরাপুর বাণী সংঘের এদিনের আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়রা। অবসর প্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ বলেন, মথুরাপুর বাণী সংঘের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। তারা এলাকার পুড়ায়াদের উৎসাহিত করেছে। পড়াশোনা সাথে সাথে সাংস্কৃতিক চর্চার খুবই প্রয়োজন পড়ুয়াদের।