|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির পারাজ আল্ আমীন মিশনের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হল। এদিন মিশন কতৃপক্ষের উদ্দ্যেগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে পারাজের ওই মিশন থেকে এবছর চারজন ছাত্র মাধ্যমিক পরীক্ষায় বেশই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের উৎসাহিত করতেই ওই আয়োজন। পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। অনুষ্ঠানে মিশনের ছাত্ররা বিভিন্ন দেশাত্মবোধক আবৃত্তি ও মুখভিনয়ের মধ্য দিয়ে সভার এক অন্য মাত্রা এনে দেয়। অবশেষে দুয়া মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন, গলসি ওসি দীপঙ্কর সরকার, সাংবাদিক সফিকুল ইসলাম, সেহারাবাজার রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবউদ্দিন, সভাপতি মৌলানা আসরফউদ্দিন, বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ, এড়াল মাদ্রাসার শিক্ষক মৌলনা ফারুক ও হাফেজ তাজউদ্দীন, মিশনের প্রতিষ্ঠিতা হাজী সেখ মহবুবুল সহ অনেকে।