|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজনে চ্যাম্পিয়নস ট্রফি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জয়ী হল বাঁশকোপা প্রভাত সংঘ। এদিন তারা ৩-০ গোলে জৈগ্রাম কোচিং সেন্টারকে পরাজিত করে ফাইনালে ওঠে। জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন প্রান্তের আটটি দল অংশগ্রহণ করেছে। প্রতিটি খেলায় দর্শকরা বেশ আনন্দ উপভোগ করেছেন। দ্বিতীয় সেমিফাইনালে বাঁশকোপা ও জৈগ্রাম মুখোমুখি হয়। খেলার শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। খেলার শুরুর ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করে জৈগ্রাম। এরপরই গোটা খেলা বাঁশকোপার খেলোয়াড়রা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের খেলোয়াড় সোনু মুর্মু ৩২ মিনিটে একটি গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষে ফলাফল ছিল ১-০।দ্বিতীয়ার্ধে বেশকিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় জৈগ্রাম। দ্বিতীয়ার্ধের ৮ মিনিট এবং ২৮ মিনিটে বাঁশকোপার সোনু মুর্মু আরও দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। তিনটি গোল করে খেলার সেরা হন বাঁশকোপার সোনু মুর্মু।